Techno Header Top and Before feature image

ম্যাপে ভোটিং সুবিধা আনল গুগল

Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বন্ধুরা দলবেঁধে কোন রেস্টুরেন্টে খেতে যাবেন, কিন্তু সেখানে সবাই খেতে চায় কিনা তার জন্য অন্যদের মতামত জানতে হবে। সেই মতামত স্মার্টফোনেই ভোট দিয়ে জানানোর সুবিধা এনেছে গুগল ম্যাপ।

ম্যাপে আনা নতুন ফিচার ‘গ্রুপ প্লানিং’-এ এমন সুবিধা যুক্ত করেছে ইন্টারনেট জায়ান্টটি। যাতে কোন রেস্টুরেন্টে যেতে চাইলে তার ছবি ম্যাপের ফিচারের মাধ্যমেই বন্ধুদের কাছে শেয়ার দেয়া যাবে।

ফিচারে আসা সেই রেস্টুরেন্টে খেতে চাইলে সমর্থন জানিয়ে লাইক বাটনে ট্যাপ করে নিজের পছন্দের কথা জানানো যাবে। আর না চাইলে ডিসলাইক দিয়ে জানিয়ে দেয়া যাবে, আমি এটা পছন্দ করছি না।

নতুন এই ফিচারে বন্ধুরা চাইলে ম্যাপে গ্রুপ করতে পারবে। আর সেখান থেকে যাচাই করে নেয়া যাবে, কোন জায়গায় হ্যাংআউট করতে চান। সেই ভোটের মাধ্যমেই সংখ্যাগরিষ্ঠের মতামত জানা যাবে।

নতুন ফিচারটি গুগল ম্যাপের হালনাগাদ সংস্করণে পাওয়া শুরু হয়ে গেছে। সামনের সপ্তাহের দিকে ফিচারটি সবাই তাদের হালনাগাদ গুগল ম্যাপস অ্যাপে পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন