Header Top

আমন্ত্রণপত্র দিয়েছে ওয়ানপ্লাস সিক্স-টি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানপ্লাসের নতুন ডিভাইসের ঘোষণা আসবে ১৭ অক্টোবর। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ওয়ানপ্লাস সিক্স-টি ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিলি শুরু করেছে।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে আমন্ত্রণপত্রের ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, পত্রটির শিরোনামে লেখা ‘আনলক দ্য স্পিড’।

ছবি দেখে বোঝা যাচ্ছে, ডিভাইসটিতে থাকবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১৭ অক্টোবর ভরতে পণ্য উন্মোচন অনুষ্ঠানটি হবে।

অনলাইনে ফাঁস হওয়া কয়েকটি গুঞ্জনে জানা যায়, ফোনটির সামনে থাকবে ছোট ‘ওয়াটারড্রপ’ নচ, যেমনটা অপ্পো এফ৯ ফোনে ব্যবহার করা হয়েছে। পেছনে ১৬ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকার কথা শোনা গেছে। সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রসেসর দেয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, র‌্যাম থাকবে আগের মতোই ৬ বা ৮ গিগাবাইট, স্টোরেজ হবে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট।

নচের আকৃতি কমার ফলে ডিসপ্লের আয়তন কিছুটা বাড়বে। ওয়ানপ্লাস সিক্সের চেয়ে অন্তত ১০ শতাংশ বড় হবে ওয়ানপ্লাস সিক্স-টির ডিসপ্লে। ফোনটিতে তারহীন চার্জিং প্রযুক্তি থাকার সম্ভাবনাও রয়েছে।

বরাবরের মতোই, পুরাতন মডেলের চেয়ে নতুন মডেলের দাম কিছুটা বাড়াবে ওয়ানপ্লাস। অন্তত ২০ শতাংশ দাম বাড়তে পারে ডিভাইসটির। এখন শুধু আনুষ্ঠানিক উন্মোচনের অপেক্ষা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন