দেশের বাজারে এইচপির ক্ষুদ্রতম প্রিন্টার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপির একটি ক্ষুদ্রতম লেজার প্রিন্টার বাজারে এনেছে  স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

‘এইচপি লেজারজেট প্রো এম১৫এ’ মডেলের নতুন মনো লেজার প্রিন্টারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মনো লেজার প্রিন্টার বলে দাবি করেছে এইচপি।

১৮ পিপিএম স্পিডের লেজার প্রিন্টারটিতে রয়েছে ৫০০ মেগাহার্জ প্রসেসর, হাই স্পিড ২.০ ইউএসবি পোর্ট।

Techshohor Youtube

প্রিন্টারটির ডিপিআই ৬০০*৬০০*১ এবং ৮ মেগাবাইট মেমোরি। প্রিন্টারটিতে সিএফ২৪৮এ এবং ৪৮এ মডেলের টোনার ব্যবহার করা যায়।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম  ৮ হাজার ৫০০ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন