Techno Header Top

শাওমির ব্ল্যাকশার্ক ২ আরও শক্তিশালী ফোন!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমির গেইমিং সিরিজ ব্ল্যাকশার্ক নতুন ফোন আনছে।  ‘ব্ল্যাকশার্ক ২’ নামের ডিভাইসটি সম্পর্কে প্রতিষ্ঠানটি অবশ্য চুপ রয়েছে।

তবে চীনের মোবাইল সার্টিফিকেশন সাইট ‘টিনা’য় ফোনটির তথ্য ও ছবি প্রকাশ হয়েছে।

সেই ছবিতে দেখা যায়, ডিভাইসটির ডিজাইন দেখতে অনেকটা আগের ব্ল্যাকশার্কের মতই। পিছনে রয়েছে ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৫.৯৯ ইঞ্চির ফোনের ডিসপ্লে রেজুলেশন ২১৬০*১০৮০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। প্রসেসর থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে মিলতে পারে অ্যান্ড্রেন ৬৩০ জিপিইউ।

উন্নত লিকুইড কুলিং প্রযুক্তির পাশাপাশি মিলবে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া মিলবে ফাস্ট চার্জিং সুবিধা।

৮ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলবে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ডিভাইসটির মূল্য হতে পারে ২ হাজার ৯৯৯ চাইনিজ ইয়েন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে ডিভাইসটি উম্মোচন হতে পারে।

গিজমো চায়না অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন