দেশে এলো মটোরোলা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায় এক দশক পর দেশে আবার বিক্রি শুরু হয়েছে মটোরোলার হ্যান্ডসেট।

দেশে হ্যান্ডসেটগুলো পরিবেশক হিসেবে আনছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। প্রথম অবস্থায় হ্যান্ডসেটগুলো বিক্রি হবে মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে।

মটোরোলা প্রথম অবস্থায় তিনটি মডেলের হ্যান্ডসেট বাজারে আনলো। মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস মডেলের হ্যান্ডসেটগুলো সোমবার উন্মোচন করা হয়।

Techshohor Youtube

মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেটগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০, ১৪ হাজার ৯৯০ ও ১৯ হাজার ৯৯০ টাকা।

কর্মকর্তারা জানান, হ্যান্ডসেটগুলোতে বড় স্ক্রিনের সুবিধাসহ রয়েছে কম আলোয় ভালো ছবি তোলার নিশ্চয়তা।

হ্যান্ডসেটের সঙ্গে উপহার হিসেবে থাকছে মটোরোলা ব্যাগ, ক্যাপ, টি-শার্ট ও ব্লুটুথ স্পিকারের যেকোন একটি। মিলবে রবির ডেটা ব্যবহারের সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমশিনের (বিটিআরসি) স্পেকট্রাম ম্যানেজমেন্ট’র ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, রবি ও স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তারা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন