Techno Header Top

হুয়াওয়ের নতুন ফোনের তথ্য ফাঁস

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওয়াই সিরিজের নতুন আরেকটি ফোন আনতে যাচ্ছে।

ওয়াই৯ (২০১৯) নামে ডিভাইসটি আগামী বছরের শুরুতে উন্মোচন করা হতে পারে। প্রতিষ্ঠানটি চুপ থাকলে টিনায় ফাঁস হয়েছে ডিভাইসটির তথ্য।

ওয়াই সিরিজের ডিভাইসগুলো মিডরেঞ্জ বাজেটের ক্রেতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়। এটিও ব্যতিক্রম হবে না। এতে থাকতে পারে কিরিন ৭১০ চিপসেটের প্রসেসর।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইসটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। নিচের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সামনে রয়েছে নচ ডিসপ্লে।

৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের ডিভাইসটি ৪ ও ৬ গিগাবাইট র‍্যামের সংস্করণে পাওয়া যাবে। স্টোরেজের উপর নির্ভর করে ৬৪ ও ১২৯ গিগাবাইট ইন্টারনাল মেমোরিতে মিলবে ডিভাইসটি। এছাড়া থাকবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

ছবি তোলার জন্য পিছনে ২০ ও ২ মেগাপিক্সেলের পাশাপাশি সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ব্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটির দাম কত হতে পারে সে সম্পর্কে কোন আভাস পাওয়া যায়নি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন