![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজ থেকে ঠিক দশ বছর আগে প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনটি উন্মোচন করা হয়।
গুগল, টি মোবাইল ও এইচটিসির সম্মিলিত প্রচেষ্টায় তৈরি ফোনটির মডেল নম্বর ছিলো টি মোবাইল জি-১। ফোনটিতে অপারেটিং সিস্টেম ছিলো অ্যান্ড্রয়েড ১.০।
যুক্তরাষ্ট্রের বাজারে জি-১ নামে বাজারে আসলেও অন্যান্য দেশে ফোনটি প্রবেশ করে এইচটিসি ড্রিম নামে। ফোনটির ঘোষণা দেওয়া হয় ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর। বাজারে এসেছিলো ২০০৯ সালের জানুয়ারিতে।
টাচস্ক্রিন ফোন না হওয়ায় এতে কোনো ভার্চুয়াল কিবোর্ড ছিলো না। এর বদলে এতে ছিলো স্লাইডার কিবোর্ড ও একটি ট্র্যাকবল।
হাতে গোনা কয়েকটি অ্যাপের মধ্যে ছিলো গুগল, জিমেইল ও গুগল ম্যাপস। তখনো প্লেস্টোরের আবির্ভাব হয়নি। ইউটিউব বাদে অন্য কোনো অ্যাপ দিয়ে ভিডিও চালু করারও সুবিধা ছিলো না। কোনো হেডফোন জ্যাকও ছিলো না।
ফোনটি বাজারে আসার পর পরই ব্যাপক সাড়া ফেলে। সে সময় আইফোন ও ব্ল্যাকবেরিই ছিলো ফোনটির প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রথম ৬ মাসেই জি-১ এর বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়। তবে বাজারে আসার ২ বছর পরেই ফোনটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
এখনকার স্মার্টফোনগুলোর তুলনায় ফোনটি প্রযুক্তিগতভাবে বেশ পিছিয়ে ছিলো। কিন্তু জি-১ মডেল থেকেই গুগল বুঝতে শুরু করে ক্রেতারা একটি মোবাইল প্ল্যাটফর্মে কী কী সুবিধা পেতে চায়।
এনগ্যাজেট ও গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত