দেশে সংযোজিত সিম্ফোনির হ্যান্ডসেটের মান কেমন হবে?

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাভারের আশুলিয়ায় রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিম্ফোনির মোবাইল ফোন কারখানা।

যেখানে মাসে ছয় লাখ হ্যান্ডসেট সংযোজন সম্ভব। যার ৯০ ভাগই আবার স্মার্টফোন।

কতটি ধাপ পেরিয়ে একটি হ্যান্ডসেট সংযোজিত হয়, কেমন তার যন্ত্রপাতি, মাননিয়ন্ত্রণ কীভাবে হয়, কর্মীদের দক্ষতাই বা কেমন? শুরুতেই কত বিনিয়োগ? এমন নানা প্রশ্নের উত্তর দিতে টেকশহরডটকমের সামনে এসেছিলেন সিম্ফোনির মোবাইল ফোন কারখানা পরিচালনার প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক এস. এম আলম শোভন।

Techshohor Youtube

চলুন দেখে আসি কারখানার ভেতর হতে তিনি কী বলেন ? 

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন