![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল অডিও স্ট্রিমিং সেবা ইউটিউব মিউজিকে যুক্ত করেছে ডাউনলোড কোয়ালিটি কন্ট্রোল ফিচার।
ডাউনলোড ফিচারে ৩টি অপশন যুক্ত করা হয়েছে। এগুলো হলো লো, নরমাল ও হাই। এতে করে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও ও অডিও কনটেন্টের মান নির্ধারণ করতে পারবেন।
সেটিংসে যুক্ত হয়েছে ‘অডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক’ ও ‘অডিও কোয়ালিটি অন ওয়াইফাই’ ফিচারে। এতে অডিও কোয়ালিটি নিয়ন্ত্রণের জন্য থাকবে লো, নরমাল, হাই ও অলওয়েজ হাই অপশন।
সেটিংসে এই অপশন যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা তাদের ডেটা খরচের ওপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন। একইসঙ্গে অফলাইনে গান শুনতে ডিভাইসের স্টোরেজ বাঁচানোর ব্যবস্থাও নিতে পারবেন।
গত মাসের শুরুতেই জানা যায়, ইউটিউব মিউজিকে নতুন আপডেট আসছে। এতে অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ের মান নিয়ন্ত্রণের সুবিধা আনছে ইউটিউবের প্যারেন্ট কোম্পানি গুগল।
নতুন আপডেটটি পেতে হলে ব্যবহার কারীদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।