দারাজের মোবাইল অ্যাপে এআই

Daraz-Rebranding-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দারাজের মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমৃদ্ধ স্মার্ট সার্চ ও রেকমেন্ডেশন সুবিধা।

সম্প্রতি ই-কমার্স জায়ান্ট আলিবাবা দারাজকে কিনে নেয়। তারই ধারাবাহিকতায় দারাজের অ্যাপটিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনা হয়েছে। দারাজ জানিয়েছে, নতুন অ্যাপের ইন্টারফেসও প্রতিটি গ্রাহকের জন্য আলাদা হবে।

এখন থেকে পছন্দসই পণ্য কিনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে প্রোডাক্ট রেকমেন্ডেশন ফিচার আর ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সব পণ্য একসঙ্গে দেখাবে কালেকশন ফিচার।

Techshohor Youtube

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে দারাজ এখন গ্রাহকদেরকে আগের চেয়ে আরও উন্নত সেবা দিতে সক্ষম।

আনিকা জীনাত

১ টি মতামত

*

*

আরও পড়ুন