![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানের জন্য রয়েছে ম্যাসেজিং সুবিধা। তবে ম্যাসেজের মাধ্যমে সরাসরি জিআইএফএস পাঠানোর সুবিধা ছিল না।
এতোদিন ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারীই সরাসরি জিআইএফএস পাঠানোর সুবিধা যুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ব্যবহারকারীদের কথা ভেবে ছবি শেয়ারিং প্লাটফর্মটিতে ফিচারটি যুক্ত করেছে ফটো শেয়ারিং অ্যাপটি।
নতুন সুবিধাটি ব্যবহার করে সহজেই জিআইএফএস পাঠানো যাবে ইনস্টাগ্রাম বন্ধুদের। জিআইএফএস পাঠাতে প্রথমে ইনস্টাগ্রামের ম্যাসেজ অপশনে যেতে হবে।
যে বন্ধুকে জিআইএফএস পাঠাতে চান তার নামে ক্লিক করতে হবে।
তারপর ম্যাসেজ লেখার অপশনের ডান পাশে ‘gif’ আইকন ক্লিক করলে অনেকগুলো জিআইএফএস প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দের জিআইএফএসে ক্লিক করে তা বন্ধুকে পাঠিয়ে দেয়া যাবে।
চাইলে সার্চ বাটনে ক্লিক করে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে জিআইএফএস খুঁজে পাওয়া যাবে।
নতুন ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে পৌঁছে গেছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
এছাড়া, চলতি মাসেই স্টোরিজ ও এক্সপ্লোর ট্যাবে শপিং ফিচার যুক্ত করেছিল ইনস্টাগ্রাম। ফিচারটি যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোর লিঙ্কে ক্লিক করলেই পণ্য কিনতে পারবেন।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি