Techno Header Top and Before feature image

বদলে গেলো ইউটিউবের ট্রেন্ডিং পেইজ

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিজেদের ট্রেন্ডিং পেইজের ইন্টারফেইসে পরিবর্তন এনেছে ইউটিউব। আগে পেইজটিতে ইউটিউবের শীর্ষ ভিডিওগুলোর একটি তালিকা দেওয়া থাকতো। এবার তালিকায় থাকা  ভিডিওগুলোকে ৫টি বিভাগ অনুসারে ভাগ করা হয়েছে।

এই বিভাগগুলো হলো মিউজিক, লাইভ, গেইমিং, নিউজ ও মুভিজ। এগুলোর উপরে থাকা আইকনগুলোতে ক্লিক করলেই চলে আসছে নির্দিষ্ট বিভাগটির শীর্ষে থাকা ভিডিওগুলোর তালিকা।

মুভি ট্যাবে সারা বিশ্বে সবচেয়ে বেশি বার দেখা ট্রেইলারগুলোর তালিকা দেখা যাচ্ছে। জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো দেখা যাচ্ছে মিউজিক ট্যাবটির তালিকায়। নিউজ বিভাগে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্যোগ, খেলা ও  রাজনৈতিক খবরের ক্লিপ। এছাড়া, গেইমিং ও লাইভ ট্যাব দুটিতেই এখন ফোর্টনাইট গেইমিং চ্যানেলটির জয় জয়কার চলছে।

নতুন পাঁচটি বিভাগ খোলা সম্পর্কে ইউটিউবের চিফ বিজনেস অফিসার রবার্ট কিনকল বলেছেন, যা কিছু ইউটিউবে জনপ্রিয় হচ্ছে আমরা শুধু সেটাই তুলে ধরছি না বরং পুরো বিশ্বে কোন কোন বিষয়গুলো জনপ্রিয়তা লাভ করেছে তা দেখানোর চেষ্টা করছি।

অনিয়মিতভাবে যারা ইউটিউব ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই স্থানীয় ইউটিউব স্টারদের চেনেন না। আলাদা আলাদা বিভাগ হওয়ায় তাদের চেনা সহজ হবে। এতে উঠতি ইউটিউব তারকারা বাড়তি সুবিধা পাবেন।

টিউবফিল্টার ডটকম অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন