দায়িত্ব পালনেই জীবনের শেষ দেখতে জ্যাক মার অনীহা

jack-ma-techshohor
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জ্যাক মার অবসর নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। ৫৪ বছর বয়সেই কেনো তিনি অবসরে যাচ্ছেন সেই প্রশ্নই নানান ধরনের গুজব  জন্ম দিয়ে যাচ্ছে।

নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছে, চীনের ব্যবসায়ীক পরিবেশ সুবিধাজনক নয়। চীন সরকার ও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রাইভেট কোম্পানিগুলোতে বেশ হস্তক্ষেপ করে। এ কারণেই সরে দাঁড়াতে চান জ্যাক মা।

তবে জ্যাক মার বক্তব্য হলো, আলিবাবার অফিসে এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে করতে মরে যাওয়ার চেয়ে সমুদ্র সৈকতে জীবনের শেষ সময় কাটানো ভালো।

Techshohor Youtube

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জ্যাক মাকে অবসর গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। অন্যান্য কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি ইতোমধ্যেই তার সম্পদের বিশাল একটি অংশ বিদেশে পাচার করেছেন। তার চীন ছাড়ারও পরিকল্পনা আছে।

এসব গুজবের ব্যাপারেও তার তেমন মাথা ব্যথা নেই। তিনি বলেছেন, বন্ধুদের কাছে এসব গুজব সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা বন্ধু নয় তাদের কাছে যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেনো ব্যাপারটি আরও জটিলতাই তৈরি করবে।

আমার বয়স ৫৪। ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে থাকার জন্য বয়সটা একটু বেশি। কিন্তু অন্যান্য পেশার জন্য এই বয়স মোটেও বেশি নয়।

আগামী ১৫ থেকে ১৬ বছরে আমার আরও অনেক কিছু করার আছে। বেশি বয়সে অবসর নিলে নতুন করে কিছু শুরু করাটা কঠিন হয়ে যায়। তখন ক্যারিয়ারের ব্যাপারে মানুষ উদাসীন হয়ে পরে।

চলতি মাসের ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে তিনি জানান, এক বছর পর অবসর নেবেন। আলিবাবার এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ ছেড়ে আবারও শিক্ষকতায় ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

জ্যাক মা নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন  হাংঝু বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে।

আরও পড়ুন : আরও ১ বছরের জন্য জ্যাক মাকে পেলো আলিবাবা

ব্র্যান্ডইকুয়িটি অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন