![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাত্রই বাজারে আসা পোকোফোন এফ১ এর জন্য অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পরীক্ষা শুরু করেছে শাওমি। সম্প্রতি গিকবেঞ্চের সাইটে পোকোফোনের একটি পরীক্ষার ফলাফলে দেখা গেছে অ্যান্ড্রয়েড সংস্করণ ৯ পাই এর নাম।
পরীক্ষা করা ডিভাইসটির পারফরমেন্স অন্যান্য পোকোফোনের চেয়ে খারাপ। যার অর্থ, অ্যান্ড্রয়েড ৯ আপডেটের মধ্যে এখনও রয়ে গেছে বেশ কিছু সমস্যা। তবে শাওমি যেহেতু এখনই পরীক্ষা করছে আপডেটটি, অতএব এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই পোকোফোন এফ১ পেতে পারে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট।
তবে আজই ফোনটির জন্য পরীক্ষামূলক এমআইইউআই ১০ আপডেট ছেড়েছে শাওমি। নতুন আপডেটে দেয়া হয়েছে সর্বশেষ সিকিউরিটি প্যাচ, নতুন ইন্টারফেইস এবং বেশ কিছু নতুন ফিচার।
বিবোম অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি