![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোনের সঙ্গে হেডফোন ব্যবহার করতে চাইলে গুনতে হবে বাড়তি ৮৫০ টাকা। বক্সের মধ্যে আর হেডফোন অ্যাডাপ্টার দেবে না তারা।
সেটি শুধু নতুন তিনটি মডেলের জন্যই নয়, বর্তমানে বাজারে থাকা সকল মডেলের জন্যই প্রযোজ্য। অর্থাৎ নতুন আইফোন ৭/৭ প্লাস, ৮/৮ প্লাস, ১০এস, ১০এস ম্যাক্স ও ১০আরের সঙ্গে পাওয়া যাবে না হেডফোন অ্যাডাপ্টার।
তার বদলে অ্যাপল এই হেডফোন আলাদাভাবে ৯ ডলার মূল্যে বিক্রি করবে। এর আনুষ্ঠানিক নাম, লাইটেনিং টু ৩.৫ এমএম হেডফোন জ্যাক অ্যাডাপ্টার। মূল্য থাকবে আগের মতোই, ৯ ডলার।
অবশ্য বক্সে কোনো হেডফোন থাকবে না তা নয়। চিরচেনা ইয়ারপড বাদ যাচ্ছে না এখনই। তবে আগামী বছর সেটাও বাদ পড়লে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি