![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বন্ধ হয়ে যাচ্ছে গুগল ইনবক্স। এ সেবার সবগুলো ফিচার সরাসরি জিমেইলে জুড়ে দেয়া হবে।
প্রায় ৪ বছর আগে প্রথম ইনবক্স অ্যাপটি সবার জন্য উন্মোচন করেছিল গুগল। আধুনিক ইমেইল সেবা প্রদান করাই ছিলো তাদের উদ্দেশ্য।
ইনবক্স অ্যাপে ম্যাসেজ থ্রেডিং, প্রয়োজনীয় বা প্রায়োরিটি মেইল আলাদা করা, মেইলের উত্তর দেয়া বা সোয়াইপ জেসচারের মাধ্যমে ট্র্যাশ করা, একাধিক ইমেইল এক ইনবক্সে দেখানোর মতো ফিচারগুলো দেয়া হয়েছিল। পরে ধীরে ধীরে সেগুলো জিমেইল অ্যাপে যুক্ত করা হয়।
গুগল জানিয়েছে, এখনো কিছু ফিচার ইনবক্স থেকে জিমেইলে নেয়া বাকি আছে। যার মধ্যে আছে একাধিক ইমেইল একত্র করে বান্ডেল তৈরি, ইমেইলের বডি থেকে সরাসরি টু-ডু লিস্টে এন্ট্রি তৈরি করা।
এ সব কাজ শেষ করে আগামী ২০১৯ সালের মার্চে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে গুগল।
দ্য ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
একের পর এক সার্ভিস গুগল বন্ধ করতেছে কেন বুঝলাম না
hummm. May be they are going for more update . Be with us, take care.