Techno Header Top and Before feature image

'নো সেলফি' নীতি ভাঙলেন ওবামা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এমনিতে সেলফি তোলা এরিয়ে চলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও কোনো সেলফি আপলোড করা নেই। কিন্তু প্রিয় মানুষের ক্ষেত্রে নিজের ‘নো সেলফি’ নীতি কিছুটা তো শিথিল করাই যায়।

৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইনস্টাগ্রামে নতুন করে অ্যাকাউন্ট খোলেন। তাকে স্বাগত জানাতেই নিজের প্রোফাইলে জো বাইডেনের সঙ্গে তোলা একটি সেলফি আপলোড করেছেন বারাক ওবামা।

সেখানে তিনি লিখেছেন, আমার ভাই ও বন্ধু জো বাইডেন ইনস্টাগ্রামে ফিরে এসেছেন। ওয়েলকাম ব্যাক, আপনি সবসময়ই আমার ‘নো সেলফি’ রুলের বিরল ব্যতিক্রম হিসেবে থাকবেন।

Obama-selfie-techshohor

২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পর জো বাইডেন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিপি৪৪ আর ব্যবহার করেননি। এবার তিনি তার নিজের নামেই অ্যাকাউন্ট খুলেছেন।

এখন পর্যন্ত ইনস্টাগ্রামে তিনি একটি ছবিই পোস্ট করেছেন। ছবিটির ওপরে তিনি লিখেছেন, ফিরে এসে ভালো লাগছে। মাত্র তিন দিনেই তার ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখে।

ইয়াহু নিউজ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন