![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন আপডেটে ব্যবহারকারীদের ফোনের ক্ষমতা বাড়ানোর জন্য ‘পারফরমেন্স মোড’ সুবিধা দেবে হুয়াওয়ে।
ইএমইউআই ৯ আপডেট থেকে এ ফিচারটি পাওয়া যাবে। এর ফলে ফোনের পারফরমেন্স বাড়ানো যাবে অন্তত ২০ থেকে ৩০ শতাংশ। তবে পারফরমেন্স মোড ব্যবহারে ফোন গরম হবে, চাপ পড়বে ব্যাটারির ওপর।
এছাড়াও, নতুন আপডেটে থাকবে সম্পূর্ণ নতুন ইন্টারফেইস। হুয়াওয়ের দাবি, বর্তমান ইএমইউআই ৮-এর চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি গোছানো নতুন ইন্টারফেইস।
হুয়াওয়ের নিজস্ব অ্যাপগুলোর নতুন সংস্করণ এবং অ্যান্ড্রয়েড ৯ আপডেট এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
আগামী ১৬ অক্টোবর হুয়াওয়ে উন্মোচন করতে যাচ্ছে সর্বশেষ ফ্ল্যাগশিপ, মেট ২০ ও তার প্রো সংস্করণ। এ দুটি ফোনেই প্রথম দেখা মিলবে নতুন আপডেটের। তার পর মেট ১০, মেট ৯, পি২০, পি১০ এবং এসকল ফোনের প্রো সংস্করণগুলো পর্যায়ক্রমে আপডেটটি পাবে।
গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি