![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট আগামী ২ অক্টোবর নিউইয়র্কে উন্মোচন করবে নতুন সারফেস সিরিজের হার্ডওয়্যার। এর মধ্যে থাকতে পারে নতুন সারফেস প্রো, সারফেস ল্যাপটপ, সারফেস স্টুডিও এমনকি তাদের ওয়াল জোরা কম্পিউটার ও সারফেস হাব।
সম্প্রতি মাইক্রোসফট আমন্ত্রণ পত্র বিলি করা শুরু করেছে এ ইভেন্টের। অবশ্য তা থেকে বোঝার উপায় নেই, নতুন কী আনতে যাচ্ছে তারা। শুধু ‘আপনার এক মুহূর্ত সময় প্রয়োজন’ লেখা রয়েছে আমন্ত্রণ পত্রে।
অনেকেই আশা করছেন, হয়তো মাইক্রোসফট এবার বহুল আলোচিত ‘সারফেস ফোন’ নিয়ে এবার মুখ খুলবে। বহুবার বহুভাবে ফাঁস হওয়া ডিভাইসটিতে থাকবে ভাঁজযোগ্য ডিসপ্লে, চালাবে পূর্ণাঙ্গ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তবে সেটি নিয়ে মাইক্রোসফট এবারের ইভেন্টে কোনো মন্তব্য করার সম্ভাবনা একেবারেই কম।
সারফেস ল্যাপটপ ও সারফেস প্রোর আপডেটের জন্যই অপেক্ষায় আছেন সারফেস ফ্যানরা। এখন অপেক্ষার পালা, কী নিয়ে হাজির হয় মাইক্রোসফট।
জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি