![]() |
রিচার্জ কার্ড দিয়ে ব্যবসায় হাতেখড়ি। এরপর নানাপথ ঘুরে শুরু করেন অনলাইন উদ্যোগ নানারকমডটকম। যা এখন সফল এক উদ্যোগে পরিণত হয়েছে। এর পেছনের কারিগরের পরিশ্রম ও একাগ্রতার কথা জানাচ্ছেন তুহিন মাহমুদ
ঢাকার ছেলে শাহ্ মো: নাভিদ ইমতিয়াজ। ছোটবেলা থেকে ব্যবসা করার প্রতি ঝোঁক ছিল তার। তিনি মনে করতেন ব্যবসা করলে স্বাধীনভাবে জীবনযাপন করা যায়। এরই ধারাবাহিকতায় রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথম বর্ষে পড়ার সময় নেমে পড়লেন এ পথে।
প্রতিদিন সকালে ৫টি দোকানে গিয়ে রিচার্জ কার্ড দিয়ে আসতেন। রাতে গিয়ে বিক্রি হওয়া কার্ডগুলো নিয়ে আসতেন।
যেভাবে উদ্যোগের শুরু
রিচার্জের এ ছোট ব্যবসায় কাটিয়ে দিলেন বেশ কিছু দিন। এরপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময় আবাসন ব্যবসা শুরু করেন।
এ ব্যবসায় লেগে রইলেন ছয় বছর। তবে খুব একটা সফলতার দেখা মিলল না। দীর্ঘ এ সময়ে এ ব্যবসার অনেক কিছু জেনেছেন। তাই ট্রাক পরিবর্তন করে আবাসন নিয়ে অনলাইনভিত্তিক কিছু করার পরিকল্পনা করেন। ইতোমধ্যে পড়াশোনা শেষ হওয়ায় পরিবার থেকেও এ সময় কিছু করার জন্য চাপ আসছিল।
অবশেষে হাতের জমানো পুঁজি দিয়ে শুরু করেন বসতবাড়ি ডটকম (boshotbari.com) নামের একটি ওয়েবসাইট। এটি ছিল নতুন পুরাতন ফ্লাট কেনাবেচার তথ্যের প্লাটফর্ম। ২০১৩ সালে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় এ প্রকল্পটিও মার খেতে বসে।
আবারও নতুন কিছু করার চিন্তা। এত কিছুর পরও নতুন উদ্যোগ নিতে থেমে থাকেননি ইমতিয়াজ। চাকুরিতে যোগ দেওয়ার পরিবর্তে নিজে থেকে কিছু করার সেই অদম্য ইচ্ছাকে বাস্তবায়নে আবার নতুন উদ্যোগের পথে পা বাড়ালেন।
বসতবাড়ি ডটকম নিয়ে কাজ করার সময় অনলাইনে অনেক গবেষণা করেছিলেন। সেগুলোর তথ্যের ভিত্তিতে এবার সিদ্ধান্ত নিলেন অনলাইনে এমন কোনো ব্যবসা করার, যা বেশিরভাগ মানুষের সাধ্যের মধ্যে থাকবে। তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি শখ মেটাবে।
এ পরিকল্পনা থেকে ২০১৩ সালের ২৯ এপ্রিল নানারকম ডটকম নামের একটি ই-কমার্স সাইট চালু করেন।
এগিয়ে চলা
প্রথমে ভিন্ন ধরণের ১০ রকমের পণ্য নিয়ে ফেইসবুকে একটি পেইজ খোলেন। ওয়েবসাইট থাকলেও ফেইসবুকেই মূলত প্রচারণা শুরু হয়। প্রথম চার মাস নিজেই পণ্য ডেলিভারি করতেন।
ফলে ক্রেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। ক্রেতাদের চাহিদা বুঝতে পারেন। এভাবে ভালো সাড়া পেয়ে পণ্যের সংখ্যা বাড়ান। বর্তমানে নানারকম ডটকমে ৩ জন কাজ করছেন। থার্ড পার্টির মাধ্যমেও পণ্য সরবরাহ করা হয়।
ঢাকাসহ সিলেট ও চট্টগ্রামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য সরবরাহ করা হচ্ছে নানারকম ডটকম থেকে।
নানারকম ডটকমে যা পাওয়া যায়
ভিন্ন ধরণের ঘড়ি, মহিলাদের জুয়েলারি, প্রসাধনী, ইলেক্ট্রনিক গ্যাজেট, শিশুদের পণ্য, স্বাস্থ্য সুরক্ষার পণ্য, মাল্টিফাংশনাল টুলস, লকেট, ব্রেসলেট, কিচেন-ডাইনিং ও বাথরুমের প্রয়োজনীয় পণ্য, ওয়ালেট, ভিজিটিং কার্ড হোল্ডার, পেনড্রাইভ, স্পিকারসহ সাড়ে ৭ শতাধিক ধরণ ও মডেলের পণ্য রয়েছে ইমতিয়াজের এ ই-কমার্স বাণিজ্যে।
অনলাইন পেমেন্ট সিস্টেম ছাড়াও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কেউ নানারকম ডটকম থেকে এসব পণ্য কিনতে পারেন।
ঢাকার ভেতরে কোনো শিপিং চার্জ ছাড়াই পণ্য সরবরাহ করা হয়। ঢাকার বাইরে নির্দিষ্ট চার্জের বিনিময়ে ৩ দিনের মধ্যে গ্রাহকের কাছে পণ্য পাঠানো হয়।
মানের ক্ষেত্রে ছাড় নয়
অনলাইনে ব্যবসা করতে গেলে বেশ কিছু বিষয় মেনে চলতে হয়। সে নিময়গুলো মেনে ইমতিয়াজ তার ব্যবসা চালাচ্ছেন। সবার আগে গুরুত্ব দিয়েছেন পণ্যের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে।
বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করা, সময়মতো পণ্য ডেলিভারি দেওয়া, পণ্যের গুনগত মান বজায় রাখা, ক্রেতার সঙ্গে সুন্দর ব্যবহার এবং ওয়েবসাইটে প্রকাশিত ছবির সঙ্গে পণ্যের মিল রাখার চেষ্টা করেই তরুণ এ উদ্যোক্তা এখন পর্যন্ত ভালো সফলতা পেয়েছেন।
প্রচারণা
আপাতত ফেইসবুক বিজ্ঞাপন ও বিভিন্ন গ্রুপে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইমতিয়াজ। এ ছাড়া উদ্যোক্তা হাটেও নিয়মিত অংশ নেন তিনি। সেখান থেকেও ভালো ফিডব্যাক পেয়েছে নানারকম ডটকম বলে তিনি উল্লেখ করেন।
আগামীর স্বপ্ন
দেশের প্রতিটি জেলায় শাখা থাকবে ও ভিন্নধর্মী আকর্ষণীয় পণ্য বিক্রয়কারী এক নম্বর প্রতিষ্ঠান হবে নানারকম ডটকম এমনই স্বপ্ন পোড়খাওয়া এ উদ্যোক্তার।
এ ছাড়া ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানারকম ডটকমের পণ্য পৌঁছে দিতে কাজ করছেন ইমতিয়াজ। ক্রেতারা যাতে অর্ডার করলে ২৪ ঘন্টার মধ্যে পণ্য পায় সে চেষ্টাই করে যাচ্ছেন তিনি।
নতুনদের জন্য পরামর্শ
পথে নামলেই পথ চেনা যায় এবং ভালো উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে এমনটিই মনে করেন ইমতিয়াজ। প্রথমদিকের নানা প্রতিবন্ধকতাকে এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে হবে বলে তিনি মনে করেন।
সফলতার একমাত্র চাবিকাঠি হিসাবে পরিশ্রম ও সততার সেই চিরায়িত বেদবাক্যকে নতুনদের জন্য তার একমাত্র পরামর্শ বলে উল্লেখ করেন সফল এ উদ্যোক্তা।
যোগাযোগ
নানারকম ডটকম
৬ষ্ট তলা, ৩১ নর্থ রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫
মোবাইল ফোন : ৮৮০১৭৭৭৩৮০৯১৫
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : http://nanarokom.com
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/nanarokom