Techno Header Top and Before feature image

বিশ বছর পর বন্ধ প্লেস্টেশন ২ সেবা

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখনকার সময় একটি ফোন বাজারে আসার ২ বছর পরই তার যন্ত্রাংশ পাওয়া নিয়ে সংশয় দেখা দেয়, সেখানে সনি ২০ বছর পর তাদের তুমুল জনপ্রিয় কনসোল প্লেস্টেশন ২ মেরামত সেবা বন্ধ করল।

প্লেস্টেশন ২ সনির সবচেয়ে সফল গেইমিং কনসোলের একটি। তার পরবর্তী সংস্করণ, প্লেস্টেশন ৩ বাজারে আনার পরও তারা সেটি আরও ৫ বছর পর্যন্ত উৎপাদন করেছিল। শেষে ২০১২ সালে সনি প্লেস্টেশন ২ বিক্রির ইতি টানে।

গেইমারদের দীর্ঘ সময় ধরে প্লেস্টেশন ২ কেনা এবং ব্যবহার করার জন্য ধন্যবাদ দিয়েছে সনি। তাদের দাবি, ২০ বছরের পুরোনো কনসোলের জন্য আর পার্টস পাওয়া সম্ভব হচ্ছে না, বিধায় তারা সেটি মেরামতের সেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

প্লেস্টেশন সিরিজের সর্বশেষ কনসোল প্লেস্টেশন ৪, পিএস৪ স্লিম এবং পিএস৪ প্রো। সব মিলিয়ে ৮ কোটি পিএস৪ বিক্রি করেছে সনি।

বিবিসি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন