Techno Header Top and Before feature image

ওয়ানপ্লাস সিক্স-টির ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস অক্টোবরে নতুন ফোন আনতে যাচ্ছে।

ফোনটিতে ডিসপ্লের মধ্যেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন একঠি ফাঁস হওয়া ছবিতে তেমনটাই দেখা গেছে।

ছবিটি দেখা গেছে চীনের সামাজিক মাধ্যম উইবোতে। বক্সে ওয়ানপ্লাস সিক্স-টি মডেলটির নাম লেখা এবং এর ডিজাইনের একটি স্কেচ আঁকানো।

স্কেচ দেখে ধারণা করা হচ্ছে, ফোনটির উপরের অংশে ক্যামেরর দিকে রয়েছে নচ। একই সঙ্গে ফোনটিতে রয়েছে স্বল্প পরিমাণে বেজেল।

স্কেচটির একেবারে উপরের দিকে একস্থানে ফিঙ্গারপ্রিন্ট আইকন দিয়ে লেখা আছে, ‘আনব্লক দ্য স্পিড’। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ডিসপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এমনকি সেই ছবি দেখে ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস সিক্স-টির নতুন স্লোগান ‘আনব্লক দ্য স্পিড’।

এর আগের মডেলগুলোতে ওয়ানপ্লাস তার বডিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল।

আগের একটি ফাঁস হওয়া খবর থেকে ধারণা করা হচ্ছিল, ওয়ানপ্লাস সিক্স-টির পেছনে দেয়া হবে ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সামনে থাকবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসরের ব্যাপারে ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস ৫ এবং ৫-টির মত এবারও সিক্স এবং সিক্স-টিতে থাকবে একই প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন