![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ভালো ক্যামেরা ফোন হিসেবে আইফোনের সুনাম রয়েছে। তবে আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে ছবি তোলার জন্য অনেক ফিচার নেই। এক্ষেত্রে থার্ডপার্টি ক্যামেরা অ্যাপ ব্যবহার করলে আইফোনে আরো ভালো মানের ছবি তোলা সম্ভব। তেমনি একটি অ্যাপ ‘আরএডব্লিউ প্লাস’।
এক নজরে অ্যাপটি ফিচার সমূহ:
১. অ্যাপটিতে রয়েছে ম্যানুয়ালভাবে আইওএস বাড়ানো ও কমানো সুবিধা।
২.ছবির ফ্রেম ঠিক রাখার জন্য গ্রিড অন/অফ এর সুবিধা।
৩. অ্যাপটির সাহায্যে ছবি তোলার সময় লাইট বাড়ানো ও কামানো যাবে।
৪. ছবিকে আরো সুন্দর করতে অ্যাপটিতে রয়েছে ৮টি হোয়াইট ব্যালেন্স পিসেট ও কাস্টম পিসেট তৈরির সুবিধা।
৫. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর।
৬. এতে রয়েছে ম্যানুয়াল ফোকাসের সুবিধা।
৭.অ্যাপটি আইফোন এসই থেকে শুরু করে সর্বশেষ আইফোন ১০ এ সমর্থন করবে। এছাড়া, আইপ্যাডেও চলবে অ্যাপটি।
অ্যাপস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপটি এই ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
তুসিন আহমেদ
আরো পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি