Techno Header Top and Before feature image

হুয়াওয়ের রাউটারের মধ্যেই স্মার্ট স্পিকার!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি হুয়াওয়ে একটি স্মার্টস্পিকার উন্মোচন করেছে যা রাউটার হিসেবেও কাজ করবে। দেখতে অনেকটা বয়ামের মত ডিভাইসটির নাম দেয়া হয়েছে ‘এআই কিউব’।

ডিভাইসটিতে অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেয়া হয়েছে। তার মাধ্যমে ঘরের লাইট, এসি, এবং অন্যান্য স্মার্টহোম ডিভাইস এবং নিরাপত্তা সিস্টেম নিয়ন্ত্রণ করা যাবে। সঙ্গে দেয়া যাবে ভয়েস কমান্ড, ব্যবহার করা যাবে অ্যালেক্সার অন্যান্য থার্ড পার্টি ‘স্কিলস’ সেবা।

রাউটার হিসেবেও এটি কম পারদর্শী নয়। এতে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ, দুটি ব্যান্ডের ওয়াইফাই। সঙ্গে আছে সিমের মাধ্যমে ফোরজি ব্যবহারের সুবিধা। সরাসরি সিমের মাধ্যমে মোবাইল ইন্টারনেটকেই ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে।

নিজস্ব সাউন্ড প্রযুক্তি এতে ব্যবহার করেছে হুয়াওয়ে। তাদের দাবি, এতে শোনা যাবে অত্যন্ত স্পষ্ট গান। পরিষ্কার ট্রেবল এবং মিডের সঙ্গে থাকছে গভীর বেস।

কত মূল্য হতে পারে বা কবে থেকে বাজারে এটি পাওয়া যাবে সেটি অবশ্য হুয়াওয়ে জানায়নি। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন