Techno Header Top and Before feature image

নতুন থিঙ্কপ্যাড আনল লেনেভো

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির আরেক আয়োজন আইফা ২০১৮।

আইফার প্রথম দিনেই লেনেভো একটি থিঙ্কপ্যাড ল্যাপটপের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের থিঙ্কপ্যাড এক্স১ এক্সট্রিম উন্মোচন করেছে।

মডেলটিতে দেয়া হয়েছে ১৫.৬ ইঞ্চির ৪কে ডলবি এইচডিআর আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। রয়েছে এনভিডিয়া জিটিএস ১০৫০ টিআই ম্যাক্স-কিউ গ্রাফিক্স কার্ড।

লেনেভোর এই থিঙ্কপ্যাডটি দেখতে ও কাজের ক্ষেত্রে অনেকটাই ডেল এক্সপিএস১৫ এবং ম্যাকবুক প্রো’র সঙ্গে মিল রয়েছে।

অ্যালুমিনিয়ামের বাটন কাভারের থিঙ্কপ্যাডটি দেখতে কার্বন রঙের। এর ওজন ১.৭ কেজি এবং এর পুরুত্ব ১৮.৪ মিলিমিটার।

নতুন এই ল্যাপটপটির কিবোর্ড থিঙ্কপ্যাড সিরিজের কিবোর্ডের মতই। এতে আছে ১.৮ মিলিমিটার কি স্ট্রোক এবং ব্যাকলিট সাপোর্ট।

লেনেভোর দাবি, কমপক্ষে ১৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে ল্যাপটপটি। রয়েছে ফাস্ট চার্জিং যুক্ত ৮০ ওয়াট ব্যাটারি।

অষ্টম প্রজন্মের কোর ভি প্রো স্ট্যান্ডার্ড ৪৫-ওয়াট প্রসেসর, ৬৪ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৪-২৬৬৬ মেমরি, দুই টেরাবাইট এসএসডি।

এতে রয়েছে দুইটি ইউএসবি ৩.১ পোর্ট, দুটি লাইটেনিং ৩, একটি এসডি কার্ড স্লট, একটি এইডিএমআই ২.০ ইন্টারফেস এবং এক গিগাবিট ইথারনেট পোর্ট।

থিঙ্কপ্যাডটি সেপ্টেম্বরেই রিলিজ দেওয়া হবে। তবে এর আরেকটি সংস্করণ নন টাচটি আসবে ডিসেম্বরে। সেটা হবে কোর আই৮ এর। আর দাম শুরু হবে ১৮৫৯.৯৯ ডলাল থেকে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন