Techno Header Top and Before feature image

নকিয়া এক্স৭ এর ছবি ফাঁস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একের পর এক ফোন বের করছে এইচএমডি গ্লোবাল। চলতি বছরই তারা এক্স৬ ও এক্স৫ উন্মোচন করে। এক্স ৫ বাজারে আসার এক মাস পেরোতেই ফাঁস হয়েছে পরবর্তী ফোন নকিয়া এক্স৭ এর ছবি ফাঁস করেছে ভিটেকগ্রাফি। গুঞ্জন রয়েছে ফোনটি উৎপাদনের দায়িত্ব পেয়েছে ফক্সকন।

ফোনটিতে থাকতে পারে ৬ বা ৫ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও হবে ১৯:৯।

 ছবিতে দেখা গেছে, ফোনটিতে থাকবে নচ। এক প্রতিবেদনে দাবি করা হয় এটাই নকিয়ার ফোনিক্স স্মার্টফোন যা বছরের শেষ নাগাদ উন্মোচনের কথা রয়েছে।

প্রসেসর হিসেবে ব্যবহৃত হতে পারে স্ন্যাপড্রাগন ৭১০। র‌্যাম দেওয়া হবে ৪ জিবি। ইন্টার্নাল স্টোরেজ হিসেবে থাকবে ৬৪ জিবি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ওয়ান।

তবে এর ক্যামেরা বা ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর দাম নির্ধারণ করা হতে পারে ২৪ হাজার ৬৮৪ টাকা।

আরও পড়ুন : এল নকিয়া এক্স৫

গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন