Header Top

পিক্সেল ৩ সিরিজের সঙ্গে আসছে ক্রোমবুক

Chromebook-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পিক্সেল ৩ ফোন সিরিজের সঙ্গে নতুন একটি ক্রোমবুকও উন্মোচন করবে গুগল। এতে থাকবে সনির আইএমএক্স ক্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ব্যয়বহুল এই ক্রোমবুকে থাকবে ইন্টেলের কেবি লেক-ওয়াই প্রসেসর। এতে লিনাক্স অ্যাপ সর্মথন থাকবে বাই ডিফল্ট। এতে থাকবে ৮ জিবি র‌্যাম। ১৩ ইঞ্চি পর্দার ক্রোমবুকটির রেজুলেশন হবে ২৪০০*১৬০০ পিক্সেল। সঙ্গে থাকবে ব্যাকলিট কিবোর্ড।

হাই এন্ড ডিভাইসটিতে থাকবে আলাদা ডিসপ্লে (ডিটাচেবল)। ক্রোমবুকটির কোডনেম দেওয়া হয়েছে নকটার্ন। নতুন ক্রোম ওএস চালিত ক্রোমবুকটি আগামী নভেম্বরের শুরুতে বাজারে আসবে।

গুঞ্জন রয়েছে, ক্রোমবুকে মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালানোর ব্যবস্থা করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে গুগল।

এদিকে, একই সঙ্গে উন্মোচনের অপেক্ষায় থাকা পিক্সেল ৩ এক্সএল ফোনে থাকবে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। মডেলটিতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ।

পিক্সেল ৩ সিরিজের ফোনগুলো বাজারে আসবে আগামী অক্টোবর মাসে।

গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন