![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের প্রধান বিপণন কর্মকর্তা গ্রে ব্রিগসের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্তোনিও। এইচপির এই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে ফেইসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি শুক্রবার এ ঘোষণা দেয়।
অ্যান্তোনিও লুসিও এইচপির বৈশ্বিক প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এখন থেকে তিনি ফেইসবুক পরিবারের অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের হয়ে কাজ করবেন।
ফেইসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্সের কাছে প্রতিষ্ঠানটিতে যোগ দেবার ব্যাপারে জানিয়েছেন অ্যান্তোনিও। তিনি এখন থেকে শেরিল স্যান্ডবার্গের নেতৃত্বাধীন দলে কাজ করবেন।
ফেইসবুক পোস্টে কক্স লিখেছেন, অ্যান্তোনিও এইচপি থেকে এসে আমাদের এখানে যোগ দিচ্ছেন। তিনি বিগত তিন বছর তাদের বিপণন বিভাগ চালিয়েছেন। তার আগে তিনি ভিসার সিএমও ও পেপসিকোতে ছিলেন।
ফেইসবুকের প্রধান বিপণন কর্মকর্তা গ্রে গত বছরের সেপ্টেম্বরে ফেইসবুকে যোগ দিয়েছিলেন। আর এখনি চাকরি ছেড়ে দিয়েছেন।
ইকোনোমিক টাইমস অবলম্বনে ইমরান হোসেন মিলন
আরো পড়ুন ঃ- এবার মিউজিকালির সঙ্গে পাল্লা দেবে ফেইসবুক
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি