![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছরও নতুন আইপ্যাড মিনি উন্মোচন হবে না। অন্তত অ্যাপলকে নিয়ে করা ডিজিটাইমসের এক রিপোর্টে তাই বলা হয়েছে।
আইপ্যাড মিনির নতুন সংস্করণ সর্বশেষ বাজারে এসেছিল গত ২০১৫ সালে।
এক সময় ৭ বা ৮ ইঞ্চি ট্যাবলেট তৈরির ব্যাপারে নির্মাতাদের আগ্রহের শেষ ছিল না। অবশ্য তখন ফোনের আকৃতিও ছিল ৪ থেকে ৫ ইঞ্চির মধ্যে। এখন ফ্যাবলেটের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, ছোট ট্য়াবলেটের প্রয়োজনীয়তাই আর নেই।
খুব সম্ভবত অ্য়াপল আর আইপ্যাড মিনি তৈরি করবে না। সবচেয়ে ছোট এবং স্বল্পমূল্যের মডেল হবে ৯ দশমিক ৭ ইঞ্চি, আর সবচেয়ে বড়টি হবে ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রো।
যারা পকেটে মাঝারি আকৃতির ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইস রাখতে চান তাদের জন্য আসছে বিশাল ডিসপ্লের আইফোন, যা ৬ দশমিক ২ ইঞ্চির বেশি সাইজের ডিসপ্লে নিয়ে বাজারে হাজির হবে।
ডিজিটাইমস অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি