স্ন্যাপচ্যাটের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ খুবই গ্রাহকবান্ধব!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফটো ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট নতুন একটি অ্যান্ড্রয়েড সংস্করণের পরীক্ষা চালাচ্ছে। নতুন করে ডিজাইনও করা হয়েছে এটি।

প্রতিষ্ঠানটি খুব শিগগিরি এটি সবার জন্য উন্মুক্তও করবে বলে বিভিন্ন গণমাধ্যম বলছে।

স্ন্যাপচ্যাটের এক প্রকৌশলী জেন ম্যানচুং ওয়াং স্ন্যাপচ্যাটের আলফা সংস্করণের এই রিডিজাইনের কথা প্রথম জানান।

Techshohor Youtube

সংবাদ মাধ্যম এনগেজেট বলছে, নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণটি আইওএস সংস্করণের মতোই অভিজ্ঞতা দেবে।

স্ন্যাপচ্যাটের নতুন একটি অ্যান্ড্রয়েড সংস্করণ এখনো নির্মাণাধীন। একে গ্রাহকবান্ধব করতে সবরকম চেষ্টা করা হয়েছে। আমরা আশা করছি এটি আসলেও যথেষ্ট গ্রাহকবান্ধব হবে। পুরাতন সংস্করণের থেকে অনেককিছু এখানে বেশি মিলবে। এছাড়াও নতুনটিতে গ্রাহকরা ইমোজির সুবিধাও পাবেন বলে এক টুইটে জানান ওয়াং।

যেদিন থেকে নতুন সংস্করণটির পরীক্ষামূলক চালানো শুরু হয়েছে সেদিন থেকেই এর বিভিন্ন ত্রুটি খুঁজে বের করে সেগুলো সমাধানেরও ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যতে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী আরো বাড়াতে এমন নতুন করে আনা বলে জানান ওয়াং।

এর আগে গত বছরও একটি সংস্করণ এনেছিল স্ন্যাপচ্যাট। যেটা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। তখন যে রিডিজাইন করা হয়েছিল সেটি ছিল বেশ  জটিল। ইন্টারফেইস গ্রাহকবান্ধব না হওয়ায় এর ব্যবহারকারী কমে যায় খুব দ্রুত।

তখন প্রতিষ্ঠানটি বাধ্য হয়ে আবার পুরাতন ইন্টারফেইসে ফিরে যায়। তবে এবার নতুন আসতে যাওয়া ডিজাইন গ্রাহকবান্ধব হবে বলেই দাবি প্রতিষ্ঠানটির।

আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন