Header Top

ডাউনলোড নেটওয়ার্ক নির্বাচনের সুবিধা পেল গুগল প্লে

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সাধারনত গুগল প্লেস্টোর থেকে কিছু ডাউনলোড করার সময় তা ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য অপেক্ষা করে না, যদি না সেটি ২০০ মেগাবাইট বা আরও বড় হয়ে থাকে।

সেটি বদলাতে নতুন আপডেটে নেটওয়ার্ক বেছে নেয়ার অপশন যুক্ত করা হচ্ছে।

এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোডের সময় প্রতিবার নেটওয়ার্ক নির্বাচন করতে পারবেন। অথবা চাইলে সেটিংস থেকে একবারে নেটওয়ার্ক নির্বাচন করেও রাখতে পারবেন।

যাদের প্রায় সময়ই ওয়াই-ফাইয়ের বদলে মোবাইল ডেটার ওপর নির্ভর করতে হয় তাদের জন্য ফিচারটি কাজের হবে। এতদিন বড় অ্যাপ বা গেইম মোবাইল নেটওয়ার্ক দিয়ে ডাউনলোড করতে একটি বাড়তি স্টেপ নিতে হত।

আবার যারা চান ওয়াই-ফাইয়ের বাইরে অ্য়াপ ডাউনলোড হবে না তাদের জন্য়ও ফিচারটি কাজের। মোবাইল ডেটা ব্যবহার করে অ্যাপ ডাউনলোড তালিকা তৈরি করে রাখলে পরে ওয়াই-ফাই সংযোগ পাওয়া মাত্র ডিভাইসে অ্য়াপ ডাউনলোড হয়ে যাবে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন