কমদামী ডিভাইসের জন্য আসছে অ্যান্ড্রয়েড গো পাই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী মূল্যের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড পাই-এর বিশেষায়িত ‘গো’ সংস্করণ ঘোষণা করেছে গুগল।

এ বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড পাই গো সমৃদ্ধ ডিভাইস বাজারে আসবে বলে জানানো হয়েছে।

বরাবরই ফোন স্টোরেজের ওপর চাপ কমানোর দিকে নজর দিয়েছে গুগল। তাদের দাবি, অ্যান্ড্রয়েড ওরিও গো এডিশনের চেয়ে পাই গো এডিশন আরও ৫০০ মেগাবাইট কম জায়গা নেবে।

Techshohor Youtube

এছাড়াও, আপডেটের পর যাতে ইন্টারনাল স্টোরেজের পুরোটাই যাতে ভরে না যায় সে জন্য সিস্টেম অ্যাপের আকৃতি আরও কমানোর চেষ্টা করেছে তারা।

গুগলের গো সিরিজ অ্যাপের ফিচারে আনা হয়েছে নতুনত্ব। ইউটিউব গো এখন থেকে ডাউনলোড করা ভিডিও গ্যালারি আকারে দেখাবে। ফাইলস গো অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে আপডেট এবং ডাউনলোড করা ফাইল, ইন্টারনেটের ওপর নির্ভর না করেই। ম্যাপস গো ইন্টারনেটের ওপর নির্ভরশীল না হয়েই ন্যাভিগেশনের দায়িত্ব নিতে পারবে।

অ্যাসিস্ট্যান্ট গো আর অ্যান্ড্রয়েড ম্যাসেজেসও হাজির হয়েছে আরও ফিচার নিয়ে। ব্লুটুথ, ক্যামেরা ও অন্যান্য হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, অফলাইন সার্চ এবং ব্রাউজিং করা যাবে অ্যাসিস্ট্যান্ট গো থেকে। অ্যান্ড্রয়েড ম্যাসেজেস এবং ফোন অ্যাপেই দেয়া হয়েছে ক্লাউড কলার আইডি এবং স্প্যাম ডিটেকশন।

অ্যান্ড্রয়েড পাই গো এডিশন যুক্ত ফোনগুলোর দাম রাখা হবে ১০০ ডলার বা তার চেয়েও কম। আফ্রিকায় মাত্র ৩০ ডলারেও অ্যান্ড্রয়েড গো ফোন পাওয়া যাচ্ছে।

গুগল ব্লগ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন