Header Top

নিজ থেকেই ঠিক হবে স্যামসাংয়ের ডিসপ্লের দাগ

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছোট ছোট দাগ যাতে ডিসপ্লে থেকে নিজ থেকেই মুছে যায়, সেটি নিয়ে কাজ করছে স্যামসাং।

তারা নতুন একটি প্রযুক্তির প্যাটেন্ট আবেদন করেছে, যা ব্যবহারে ডিসপ্লেতে বা ফোনের পেছনের প্যানেলে থাকা গ্লাসের ওপর দেয়া তেল নিরোধী প্রলেপ নিজ থেকেই ক্ষয় হয়ে যাওয়া অংশ ঠিক করে নিবে।

তেল নিরোধী প্রলেপ ছাড়া গ্লাস বডির ফোনে আঙ্গুলের ছাপ খুব খারাপ ভাবে আটকে থাকবে। বিশেষ করে ডিসপ্লেতে এ প্রলেপ থাকায় বার বার মোছার সমস্যা থেকে বাঁচা যায়।

কিন্তু ব্যবহারের সঙ্গে ধীরে ধীরে প্রলেপটি এক সময় উঠে যায়, ফলে ডিসপ্লে বা গ্লাস বডিতে হাতের ছাপ লেগে থাকে অনেক বেশি।

আগামী বছর থেকে স্য়ামসাং ভাঁজ করা যাবে এমন ডিসপ্লের ফোন তৈরি করা শুরু করবে। সেসব ফোনের ডিসপ্লেতে থাকা তেল নিরোধী বা ওলিওফোবিক  প্রলেপ খুব দ্রুত ক্ষয় হবে। সেটি মোকাবেলা করতেই তাদের এই প্রয়াস।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন