![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আপডেটের ব্যাপারে এইচএমডি গ্লোবাল বরাবরই আপসহীন। এবার আবারও তারা বিষয়টি নতুন করে জানান দিয়েছে।
গত ২০১৭ সাল এবং তার পরবর্তীতে বাজারে আসা প্রতিটি নকিয়া ব্র্যান্ডের ডিভাইস পাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, অ্যান্ড্রয়েড ৯ পাই।
আপাতত আপডেটটি শুধু নকিয়া ৭ প্লাসেই সীমাবদ্ধ। এর মধ্যেই কিছু ব্যবহারকারী আপডেটটি পেতে শুরু করেছেন। এরপর সম্ভবত নকিয়া ৬ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পৌঁছে যাবে। বরাবরের মতোই প্রায় সকল বাগ ঠিক করার পরই নকিয়ার ফ্ল্যাগশিপ সিরিজ, নকিয়া ৮ এবং ৮ সিরোকো আপডেটটি পাবে।
প্রতিটি ডিভাইসকেই অ্যান্ড্রয়েড ওয়ানের অংশ হিসেবে ঘোষণা করেছিল নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল। অন্যান্য অ্যান্ড্রয়েড ওয়ান নির্মাতাদের মতো নকিয়া আপডেট নিয়ে গরিমসি করেনি। ওরিও আপডেটের সময় তারা প্রায় সবার আগেই আপডেটি পৌঁছে দিয়েছিল। পাই আপডেটের ক্ষেত্রেও তা বদলাবে না।
গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ
আরো পড়ুন ঃ- নকিয়ার ইন্টারনেট ব্যবসা কিনতে চায় গুগল!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি