Techno Header Top and Before feature image

এলো শাওমির নতুন ট্যাব এমআই প্যাড ৪ প্লাস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন আরেকটি ট্যাব উন্মোচন করেছে শাওমি। এমআই প্যাড ৪ প্লাস নামে ট্যাবটিতে রয়েছে বড় ডিসপ্লে ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চলতি বছর জুনে এমআই ৪ ট্যাব এনেছিল শাওমি। এটির উন্নত সংস্করণ হলো ট্যাব ৪ প্লাস।

১০.১ ইঞ্চি ডিসপ্লের এমআই ৪ প্লাসের রেজুলেশন ১৯২০*১২০০ পিক্সেল। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর যুক্ত ট্যাবে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম। গ্রাফিক্স সুবিধা দিতে আছে ৫১২ জিপিইউ।

স্টোরেজের উপর নির্ভর করে ডিভাইসটি ৬৪ ও ১২৮ গিগাবাইট সংস্করণের পাওয়া যাবে।  ছবি তোলার জন্য পিছনে রয়েছে এফ/২.০ অ্যাপাচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ব্যাকআপ সুবিধা দিতে এতে রয়েছে ৮ হাজার ৬২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এ ছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

কালো ও সোনালী রঙের ট্যাবটির ৬৪ ও ১২৮ গিগাবাইটের মূল্য যথাক্রমে ১৮৯৯ ও ২০৯৯ ইয়েন।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরো পড়ুন ঃ- দেশে শাওমি স্মার্টফোনের দাম কমলো

শাওমির স্মার্ট ময়লার ঝুড়ি!

*

*

আরও পড়ুন