![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে হ্যান্ডসেট সংযোজনে আরও একটি কারখানা করছে সিম্ফোনি।
ইতোমধ্যে সাভারের আশুলিয়ায় স্থাপিত প্রথম কারখানায় সংযোজিত হ্যান্ডসেট বাজারে আসার পথে। আর দ্বিতীয় কারখানাটি হবে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে।
সব মিলে দুটি কারখানায় বিনিয়োগ দাঁড়াবে ১০০ কোটি টাকা। সেখানে প্রতি মাসে ৬-৭ লাখ হ্যান্ডসেট সংযোজন করতে চায় কোম্পানিটি।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্রামীণফোনের সঙ্গে নিজেদের কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোনের উম্মোচন অনুষ্ঠানে টেকশহর ডটকমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান।
আগামী এক-দেড় বছরের মধ্যেই দ্বিতীয় কারখানাটি হয়ে যাবে বলে আশার কথা জানিয়ে মাকসুদুর রহমান বলেন, নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরও জায়গা নেয়াসহ কারখানা স্থাপনের প্রক্রিয়াগত বিভিন্ন বিষয় রয়েছে। এসবের জন্য এই সময়।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বরেই কোম্পানিটির আশুলিয়ার ওই কারখানা হতে লাখখানেক হ্যান্ডসেট বাজারে আসছে।
শুরুতে এই হ্যান্ডসেটগুলো থ্রিজির হবে এবং এগুলো বেশ সাশ্রয়ী দামে গ্রাহককে দিতে চান তারা-বলেন মাকসুদুর রহমান।
স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেট দিয়ে দেশীয় চাহিদার বড় অংশ পূরণের পাশাপাশি রপ্তানির লক্ষ্যও রয়েছে সিম্ফোনির। আফ্রিকার দেশগুলো সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মনে করছেন কোম্পানির কর্মকর্তারা।
চলতি বছরের মার্চের ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা আইডিসির রিপোর্ট অনুয়ায়ী দেশের বাজারে সিম্ফোনি সবার উপরে রয়েছে।
তবে শীর্ষে থাকলেও কোম্পানিটির অবস্থান মজবুত নয়। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে তাদের বিক্রি কমেছে ৪৮ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থান শক্ত করতেই জনপ্রিয় ব্র্যান্ডটির স্থানীয়ভাবে এই হ্যান্ডসেট সংযোজনে এই ব্যাপক উদ্যোগ।
আল-আমীন দেওয়ান