অ্যান্ড্রয়েড পাই পাচ্ছে এইচটিসির যে ফোন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: অন্যান্য নির্মাতাদের পাশাপাশি এইচটিসিও তাদের কোন ফোনগুলো পাবে অ্যান্ড্রয়েড পাই পাচ্ছে তা জানিয়েছে।

আপডেট পাবার তালিকায় রয়েছে এইচটিসি ইউ১২ প্লাস, ইউ১১, ইউ১১ প্লাস এবং এইচটিসি ইউ১১ লাইফ। এর আগের মডেল বা মাঝারি মূল্যের ফোনগুলো নতুন সিস্টেম আপডেট পাবে না।

ঘোষণাটি এইচটিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছে। কোন মডেল কবে আপডেট পাবে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে বছর শেষের আগে আপডেট পাওয়ার সম্ভাবনা নেই।

Techshohor Youtube

যেহেতু এইচটিসি তাদের ফোনগুলোকে সর্বোচ্চ দুটি অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট দিয়ে থাকে, তাই এইচটিসি ১০ পাবে না অ্যান্ড্রয়েড পাই।

তবে লক্ষ্য করার মত বিষয়, অ্যান্ড্রয়েড পাই আপডেট দেয়ার ব্যাপারে নির্মাতাদের উদ্যোগ অ্যান্ড্রয়েড ওরিও বা নুগ্যাট আপডেটের চেয়ে অনেক বেশী। গুগলের ট্রেবল ফিচারটির কারণেই আপডেটের ক্ষেত্রে দ্রুততা দেখা যাচ্ছে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন