![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্যালাক্সি নোট ৯ এ বেশ কয়েকটি ফিচার বাদ পড়েছে। মার্কেট বিশ্লেষকদের ধারণা, আগামীতে ট্রেন্ড হতে যাওয়া ফিচারগুলো জমিয়ে রাখা হয়েছে পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের জন্য।
এই ফিচারগুলো আগামী বছর স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশপ ফোন গ্যালাক্সি এস১০ ও এস১০ প্লাসে দেখা যেতে পারে। গ্যালাক্সি নোট ৯ এ কী কী ফিচার দেওয়া হয়নি নিচে তারই তালিকা দেওয়া হলো।
অ্যান্ড্রয়েড পাই
গ্যালাক্সি নোট৯ ও অ্যান্ড্রয়েড পাই খুব কাছাকাছি সময় উন্মোচন করা হলেও গ্যালাক্সি নোট ৯ এ অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। আগমী ২৪ আগস্ট বাজারে আসতে যাওয়া ফোনটির ক্রেতাদের জন্য বিষয়টি কিছুটা হতাশাজনক।
ফিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে
এবার নোট৯ এর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে রিয়ার ক্যামেরা লেন্সের নিচে দেওয়া হয়েছে। এর আগে ভিভো এক্স২০ প্লাস ইউডি ও ভিভো নেক্স ফোনে ফিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে প্রযুক্তিটি দেখা গেছে। ৬ দশমিক ৪ ইঞ্চির গ্যালাক্সির নোট ৯ এ প্রযুক্তি ব্যবহার করার মতো যথেষ্ট জায়গা ছিলো। কিন্তু আগামীর ট্রেন্ড হতে যাওয়া এ প্রযুক্তিটি এখনই নিজেদের ফোনে ব্যবহার করতে চায়নি স্যামসাং।
ফাইভ জি কানেক্সিটিভি
গ্যালাক্সি নোট৯ এ ফাইভ জি কানেক্সিটিভি নেই। যদিও আগামী ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যেই পুরো যুক্তরাষ্ট্রে ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া বেশ সহজলভ্য হয়ে যাবে। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস১০ এ ফাইভ জি প্রযুক্তির দেখা মিলবে।
থ্রিডি ফ্রন্ট ফেসিং ক্যামেরা
নিরাপত্তার জন্য নোট ৯ এ আছে আইরিস ও ফেশিয়াল স্ক্যানিং। তবে তা কোনোভাবেই থ্রিডি ফ্রন্ট ফেসিং ক্যামেরার বিকল্প নয়। গত বছর আইফোন ১০ এ এই প্রযুক্তির দেখা মিলেছিলো। গ্যালাক্সি এস১০ কিংবা এস১০ প্লাসে এই প্রযুক্তির দেখা মিলতে পারে।
বিক্সবির সুবিধা
ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি চালু করার জন্য গ্যালাক্সি নোট ৯ এ আলাদা করে একটি বাটনই যুক্ত করা হয়েছে। কিন্তু এই বাটন দিয়ে বিক্সবি বাদে আর কোনো ফিচার চালু করা যাবে না।
আরও পড়ুন : গ্যালাক্সি নোট ৯ এর প্রিঅর্ডার শুরু
সিনেট অবলম্বনে আনিকা জীনাত