Techno Header Top and Before feature image

বাগডুমে হস্তশিল্প পণ্য

bagddom-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের হস্তশিল্প পণ্য প্রসারের লক্ষে প্রকৃতির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম। এই চুক্তির ফলে প্রকৃতির সব হ্যান্ডিক্র্যাফট পণ্য এখন থেকে বাগডুমে পাওয়া যাবে।

বাগডুমের সিইও মিরাজুল হক ও প্রকৃতির এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপন কুমার দাস এ চুক্তি স্বাক্ষর করেন।

বাগডুমের সিইও মিরাজুল হক বলেন, প্রকৃতিকে বাগডুম ডটকমের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারা আমাদের জন্য সত্যি সম্মানজনক একটি ঘটনা। গ্রামীণ নারীদের তৈরি দেশী পণ্য বিক্রি এবং প্রসারের জন্য বাগডুমের প্রচেষ্টায় সহায়তা করবে।

প্রকৃতির এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপন কুমার দাস বলেন, বাগডুমের সঙ্গে এই বন্ধুত্ব সেরা মানের হস্তশিল্প পণ্যের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহের ওপর আমাদের আস্থা ও বিশ্বাসকে ফুটিয়ে তুলবে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন