যা আছে অ্যান্ড্রয়েড পাইতে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে চলে এল অ্যান্ড্রয়েড ৯, যার নাম দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড পাই।

অন্যান্য নির্মাতাদের ফোনে পৌঁছাতে কিছুটা সময় লাগলেও, পিক্সেল এবং এসেনশিয়াল ফোনে এর মধ্যেই পৌছে গেছে নতুন এই অপারেটিং সিস্টেম।

নতুন ছোটখাট অনেক ফিচারের মধ্যে চোখে পড়ার মত চারটি ফিচার দেখে আসা যাক।

Techshohor Youtube

ফোনে প্রচুর অ্য়াপ আমরা প্রায় সময়ই ইন্সটল করে রাখি কালেভদ্রে যদি তার একটি বা দুটি ফিচার ব্যবহার হয়। অনেক সময় শুধু একবার একটি মাত্র কাজ করার জন্য পুরো অ্য়াপ ইন্সটল করতে বাধ্য হই। সেটি বদলাতে যুক্ত করা হয়েছে অ্য়াপ ‘স্লাইস’। এর মাধ্যমে সরাসরি ব্রাউজার থেকেই অ্য়াপের একটি অংশ বা ‘স্লাইস’ অস্থায়ীভাবে ডাউনলোড করে ব্যবহারের পর নিজ থেকেই তা ডিলিট হয়ে যাবে। অথবা এক অ্যাপের মধ্যে অন্য অ্য়াপের কিছুটা অংশও এর মাধ্যমে চালানো যাবে। যেমন, মেসেঞ্জারে চ্যাট করার সময় তার মধ্যেই মিউজিক অ্য়াপের প্লে বাটন যুক্ত করে রাখা যাবে।

এতদিন পর্যন্ত অ্য়ান্ড্রয়েডের মধ্যে ব্যাক, হোম বা অ্যাপ বদলে স্ক্রিনে যাওয়ার জন্য় ব্যবহার করা যেত ন্যাভিগেশন বার। সেটি অ্য়ান্ড্রয়েড পাইতে তিনটির বদলে একটি বাটনে পরিণত হয়েছে। সেটি টেনে ছেড়ে দিয়ে বা ওপর নিচ করার জেসচারের মাধ্যমেই যাওয়া যাবে ব্যাক বা হোমে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে গুগল প্রচুর কাজ করেছে এবং করছে। কিছুটা এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড পাইর প্রতিটি ফিচারে। ব্যাটারির ক্ষতি ছাড়াই সুষ্ঠভাবে  চার্জিংয়ের খেয়াল রাখবে এআই।

ব্যবহারকারী কোন অ্য়াপ কোথায় থাকা অবস্থায় কি কাজে ব্যবহার করেন তা খেয়ালে রেখে ফোনকে সেভাবে প্রস্তুত রাখবে। অটোম্যাটিক ব্রাইটনেসও নিয়ন্ত্রণ করবে এআই। ফলে বাড়বে ব্যাটারি লাইফ আর ফোন ব্যবহার হবে আরও সহজ।

সবশেষে, অ্য়ান্ড্রয়েডে যুক্ত করা হয়েছে ডিজিটাল ওয়েলবিইং ফিচার। স্মার্টফোন আসক্তি আজ বিশাল সমস্যায় পরিণত হয়েছে, তার সঙ্গে লড়াই করার জন্য়ই গুগলের এ প্রচেষ্টা। ডিজিটাল ওয়েবিইং সেন্টার থেকে দেখা যাবে দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করা হয়েছে, কতবার লক আনলক করা হয়েছে, বা নোটিফিকেশন এসেছে কতগুলো। এখান থেকে চাইলে ফোন ব্যবহারের সময়সীমা বেধে দেয়া যাবে, যাতে ফোনেই দিনের সিংহভাগ সময় নষ্ট না হয়।

এছাড়াও প্রচুর নিরাপত্তা ব্যবস্থা, ত্রুটি সারাই এবং সিস্টেমের নতুনত্ব আনা হয়েছে এই আপডেটে। এখন দেখবার বিষয় আপডেটটি কত দ্রুত সবার কাছে যায়।

সাউথ চায়না মর্নিং পোস্ট অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন