Techno Header Top and Before feature image

আইফোনেও টাইপ সি দিতে বাধ্য করবে ইইউ

iphone-apple-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  প্রতিটি ফোনে একই চার্জিং পোর্ট  থাকবে এমনটা অনেকদিন ধরেই চাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। অবশ্য ফোন নির্মাতারা এতদিন ধরে তাদের চাওয়াকে আমলেই নেয়নি। তবে এবার নির্মাতাদের চাপ দেয়ার জন্য ইইউ উঠে পড়ে লেগেছে।

তাদের ভাষ্য, এতদিন ধরে নির্মাতারা স্বেচ্ছায় একটি চার্জিং পোর্টকেই মানদণ্ড হিসেবে ধরবে বলে আশা করছিলেন তারা। যেহেতু অ্য়াপলের ইচ্ছে নেই আইফোন থেকে লাইটেনিং পোর্ট বাদ দেয়ার আর অ্যান্ড্রয়েড নির্মাতারা মাইক্রো ও টাইপ সি, দুটি ইউএসবি স্ট্যান্ডার্ডই মনমতো ব্যবহার করছে তাই তারা এবার কঠোর হতে বাধ্য হচ্ছে।

তবে অদূর ভবিষ্যতেও তাদের পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। শুরুতে তারা পদক্ষেপটির অর্থনৈতিক প্রভাব নিয়ে গবেষণা করবে, তারপর সেটির ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা কী হতে পারে সেবিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে শেষ পর্যন্ত ইইউর চাপে অ্যাপল তাদের আইফোনে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার শুরু করবে এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

বিজিআর অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন