বছর শেষেই অ্যান্ড্রয়েড পাই দেবে ভিভো

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরের শেষ থেকে অ্যান্ড্রয়েড পাই আপডেট দিতে শুরু করবে ভিভো। তাদের ফ্ল্যাগশিপ এক্স২১ এবং নেক্স-এস মডেল দুটি প্রথমে পাবে অ্যান্ড্রয়েড পাই আপডেট।

আপাতত গুগলের বাইরে এসেনশিয়াল এবং নকিয়া দিচ্ছে আপডেটটি।   অন্যান্য নির্মাতাদের মধ্যে একমাত্র ভিভো আপডেটটি দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সময়কাল ঘোষণা করল।

বছরের শেষ দিকের কথা ভিভো উল্লেখ করলেও, কোন মাসে দেবে সেটির কিছু বলেনি। ধারনা করা হচ্ছে, বছরের শেষ সপ্তাহের আগে ভিভো ব্যবহারকারীরা পাচ্ছেন না অ্যান্ড্রয়েড পাইয়ের স্বাদ।

Techshohor Youtube

ফ্ল্যাগশিপের বাইরে অন্যান্য মডেলগুলো পাই কবে পাবে, বা আদৌ পাবে কি না তা নিয়ে ভিভো কিছু জানায়নি। তবে ২০১৯ সালে মাঝারি মূল্যের মডেলগুলোও অ্যান্ড্রয়েড পাই আপডেট পেলেও পেতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন