Header Top

পিক্সেল ফোনের সঙ্গে থাকছে হেডফোন

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের নতুন ফোন পিক্সেল ৩এক্সএলের আনবক্সিং ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে প্রথমবারের মত গুগলের ফোনের সঙ্গে দেয়া হচ্ছে হেডফোন এবং ওটিজি অ্যাডাপ্টার।

পিক্সেল ৩ এক্সএলের যে সকল ছবি এখনো পর্যন্ত ফাঁস হয়েছে, ভিডিওতে দেখা ফোনের সঙ্গে তা পুরোপুরি মিলে যায়। পেছনে সিঙ্গেল ক্যামেরা, ডিসপ্লের ওপরের অংশে বড় নচ, আবার ডিসপ্লের নিচেও আছে বেজেল। ফিঙ্গারপ্রিন্ট রিডার যথারীতি দেয়া হয়েছে ফোনের পেছনে।

মজার বিষয় হচ্ছে, পেছনে গুগল ডুয়াল ক্যামেরা ব্যবহার না করলেও সামনে ঠিকই আছে দুটি সেলফি ক্যামেরা। সম্ভবত থ্রিডি ফেইস স্ক্যানের জন্য সেগুলো ব্যবহার হবে।

যেহেতু এবারের ফোনেও নেই হেডফোন জ্যাক, তাই ইউএসবি সি টু ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক কনভার্টারের পাশাপাশি বক্সেই থাকছে ইউএসবি সি হেডফোন। প্রয়োজনে অন্যান্য ইউএসবি ডিভাইস ব্যবহারের জন্য দেয়া হয়েছে ওটিজি অ্যাডাপ্টার।

ফোনটির স্পেসিফিকেশন নতুন নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর আর ৪ গিগাবাইট র‌্যামের সঙ্গে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০পি।

আগামী ৪ অক্টোবর ফোনটি উন্মোচনের কথা রয়েছে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন