![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : স্মার্টওয়াচের জন্য কোয়ালকম প্রসেসর তৈরি করছে এই খবর নতুন নয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই ঘোষণা দিয়েছে।
তবে প্রসেসরে কী থাকবে কিংবা কবে বাজারে পাওয়া যাবে এমন কোন ঘোষণা দেয়নি কোয়ালকম।
সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছর সেপ্টেম্বরের ১০ তারিখ স্মার্টওয়াচের জন্য নতুন প্রসেসর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ইতোমধ্যে সংবাদ মাধ্যমে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।
তৃতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ওয়্যার প্রসেসর গুগল ওয়্যার ওএস চালিত ডিভাইসগুলোকে দেবে নতুন মাত্রা, তেমনটা দাবি প্রতিষ্ঠানটির। অ্যান্ড্রয়েড ওয়্যারের নাম বদলে ওয়্যার ওএস করা হয়েছে শুধুমাত্র নতুন করে বাজারে নিজেদের অবস্থান তৈরির আশায়। অথচ স্মার্টওয়াচ তৈরির জন্য নির্মাতাদের নির্ভর করতে হচ্ছে ২০১৬ সালে বাজারে আসা পুরাতন স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ প্রসেসরের ওপর।
জানা গেছে, ছোটখাট, পাতলা আর দীর্ঘ ব্যাটারিলাইফের জন্য প্রসেসরটি ডিজাইন করা হবে। যাতে করে ঘড়ির ডিসপ্লে সবসময়ই চালু থাকে, শুধুমাত্র ব্যবহারের সময় নয়। কোয়ালকমের ভাষ্য, ঘড়ি ফ্যাশনের অঙ্গ আর ফ্যাশন ব্যবহারের জন্য বসে থাকে না।
আশা করা হচ্ছে, নতুন প্রসেসরসমৃদ্ধ ওয়্যার ওএস ডিভাইসগুলো অ্যাপল ওয়াচের ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি