স্ন্যাপচ্যাটে কমেছে ব্যবহারকারী, বেড়েছে আয়

snapchat-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে দিনে সক্রিয় ব্যবহারকারী কমে গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ব্যবহারকারী কমে এখন দাঁড়িয়েছে ১৮ কোটি ৮০ লাখে।

দ্বিতীয় প্রান্তিকের হিসাবে প্লাটফর্মটির ব্যবহারকারী ১১ লাখ কমে গেছে। প্রথম প্রান্তিকে ব্যবহারকারী ছিল ১৮ কোটি ৯১ লাখ।

Techshohor Youtube

তবে আয়ের হিসাবে ব্যবহারকারী কমার কোন প্রভাব পড়েনি, বরং এই প্রান্তিকে আয় বেড়েছে স্ন্যাপচ্যাটের। দ্বিতীয় প্রান্তিকে আয় ৪৪ শতাংশ বেড়ে ২৬২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যার মধ্যে থেকে মুনাফা করেছে ১৮২ মিলিয়ন ডলার।

তবে ইনস্টাগ্রামের মতো করে স্টোরিজ ব্যবহার করার সুবিধা দেওয়ায় এই আয় বাড়ার ক্ষেত্রে ভূমিকা রয়েছে বলে জানা যায়।

প্রতিদিন ইনস্টাগ্রামে ৪০ কোটির বেশি ব্যবহারকারী পরবর্তী ২৪ ঘণ্টার জন্য স্টোরিজ ফিচারটি যুক্ত করে থাকে।

স্ন্যাপচ্যাটের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ইয়ান স্পিগেল একটি বিবৃতিতে বলেন, আমরা সত্যিই আনন্দিত আমাদের অগ্রযাত্রায়। আর সবকিছু সম্ভব হয়েছে ব্যবহারকারীদের জন্য। আমরা প্লাটফর্মটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

স্ন্যাপচ্যাট প্রথমবারের মতো তাদের যুক্তরাষ্ট্র এবং কানাডার ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে।  দেশ দুটি মিলিয়ে তাদের দৈনিক ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

When you head over to the 1XBET Casino, there is a promo code that has to be used to get the welcome offer of up to €1500 with 150 free spins also being given. 1xbet promo code free spins and 1xBet members can activate the bonus code in their account. 1XBET Exclusive Casino Bonus: Up to €1950 and 150 free spins. Establishing sports betting and online casino games since 2007, 1xBet is a great option to play for real money.

*

*

আরও পড়ুন