![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মধ্যবর্তী নির্বাচনে স্মার্টফোন থেকেই দেয়া যাবে ভোট। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অন্তত এমন সিদ্ধান্তই নিয়েছে।
অবশ্য এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়, ওয়েস্ট ভার্জিনিয়া নিবাসী যেসব সৈন্যরা অন্যান্য দেশে নিয়োজিত আছেন শুধুমাত্র তাদের ভোট নেয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তারা যদি ফোন ব্যবহার করতে না চান সেক্ষেত্রে অবশ্য ব্যালট পেপারের ব্যবস্থাও রাখা হবে।
ভোট গ্রহণের জন্য ব্যবহার করা হবে ভোটজ অ্যাপ। যাতে ব্যালট জালিয়াতি করা না যায় সেজন্য ফেইস স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করা হবে। কেন্দ্রীয় ডেটাবেইজে থাকা চেহারার সঙ্গে ভোটারের চেহারা পুরোপুরি মিলে গেলে তবেই ব্যালট কাউন্ট করা হবে। যাতে ব্যালটের তথ্য জালিয়াতি করা না যায় সেজন্য তা সংরক্ষণ করা হবে ব্লকচেইন ব্যবহার করে।
এ ব্যাপারে ওয়েস্ট ভার্জিনিয়া নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ব্লকচেইন ও ফেইস স্ক্যানের ওপর যথেষ্ট ভরসা আছে। এগুলো ব্যবহার করে ভোট জালিয়াতির সম্ভাবনা খুবই কম।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি