Header Top

স্যামসাংয়ের সঙ্গে ব্যবসা করবে না অ্যাপল

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আপাতত আইফোন ও অ্যাপল ওয়াচের ডিসপ্লে তৈরির জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করছে অ্যাপল।

অ্যামোলেড ও ওলেড প্রযুক্তির স্মার্টফোন ডিসপ্লের বাজারে তাদের ব্যবসা ছিল একচেটিয়া। এবার জাপানের শার্প ওলেড প্রযুক্তির স্মার্টফোন ডিসপ্লে তৈরির ঘোষণা দিয়েছে। গুঞ্জন চলছে, স্যামসাংকে হটিয়ে অ্যাপলের সঙ্গে ডিসপ্লে তৈরির চুক্তি করবে তারা।

স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। একই প্রকার কোর্ট যুদ্ধ কোয়ালকমের সঙ্গে করার পর অ্যাপল আর কোয়ালকমের প্রযুক্তি ব্যবহার করবে না বলে ঘোষণা করেছে। স্যামসাংয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।

শুধু শার্প নয়, অ্যাপলের সঙ্গে ওলেড ডিসপ্লে বিক্রির ব্যাপারে চুক্তি করেছে এলজি।তারা এ বছর থেকেই ডিসপ্লে সরবরাহ শুরু করছে।

এমতাবস্থায় ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকে স্যামসাংয়ের সঙ্গে সকল প্রকার ব্যবসার ইতি টানবে অ্যাপল।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন