গুগল ম্যাপে গোল পৃথিবী

globe-3D-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন আপডেটের ফলে গুগল ম্যাপের পৃথিবী এখন থেকে গোলাকারই দেখাবে। জুম করলেই সমতল মানচিত্র পরিণত হবে গোলাকার ভূগোলকে।

এতে পৃথিবীর কোন দেশ কতো বড়, কোথায় কোন সমুদ্র তা সহজেই দেখা যাবে। তবে এই আপডেট শুধু ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে। গুগল ম্যাপের মোবাইল অ্যাপে পৃথিবী এখনো সমতলই আছে।

এতোদিন পর্যন্ত গুগল ম্যাপে মার্কিটর প্রোজেকশন ব্যবহার করা হতো, যার কারণে পৃথিবীকে সমতল দেখাতো। এতে কিছু অসঙ্গতিও ছিলো। উত্তর ও দক্ষিণ মেরুর দেশগুলোর মানচিত্র বাস্তবের চেয়ে বড় বা ছোট দেখাতো। যেমন মার্কিটর প্রোজেকশনের কারণে গ্রিনল্যান্ডকে এতোদিন আফ্রিকার সমান দেখাতো। কিন্তু বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে ১৪ গুণ বেশি বড়।

Techshohor Youtube

এ বিষয়ে গুগল ম্যাপের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, এটি নতুন থ্রিডি গ্লোব মোড। এখন থেকে গ্রিনল্যান্ডকে আর আফ্রিকার সমান দেখাবে না।

গত জুনেই গুগল ম্যাপের এক্সপ্লোরার বিভাগটি রিডিজাইন করা হয়। এতে কোন রাস্তায় কী রেস্টুরেন্ট আছে তা খুঁজে বের করা সহজ হয়ে যায়। চলতি সপ্তাহেই লোকেশন শেয়ারিংয়ে ব্যাটারি লাইফ স্ট্যাটাস দেখানোর আপডেট আনে গুগল।

দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন