![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীতে ছুটির দিনে জমে উঠেছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। মেলায় এসার ব্র্যান্ডের ল্যাপটপ কিনে সাইকেল পেয়েছেন দুজন ক্রেতা।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাাতিক সম্মেলন কেন্দ্রে এসারের ল্যাপটপ কিনেছিলেন আজিমপুর থেকে মেলায় আসা শিক্ষার্থী সত্যজিৎ মল্লিক এবং মোহাম্মাদপুর থেকে শামীম হায়দার । তারা দুজনেই স্ক্যাচকার্ড ঘঁষে বাইসাইকেল পেয়েছেন।
তারা জানান, ল্যাপটপ কিনে বাইসাইকেল পেয়ে তারা খুশি। তারা কল্পনাও করেননি যে এমন হবে। পছন্দের ল্যাপটপ কিনে এমনটা পেয়েছেন বলে বাড়তি আনন্দও হচ্ছে বলে জানান তারা।
বাইসাইকেলগুলো তাদের হাতে তুলে দেন এসার এবং তাদের পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের কর্তকর্তারা।
এসার মেলায় তাদের পণ্য কিনলে শিওর গিফট হিসেবে স্ক্যাচকার্ড দিচ্ছে। সেখানে টিভি, ফ্রিজ, বাইসাইকেলসহ অনেক পুরস্কার রয়েছে।
তিন দিনের এফোরটেক ল্যাপটপ মেলা শনিবার পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলছে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি