vivo Y16 Project

শাওমি আনল ডেস্কটপ ব্লুটুথ স্পিকার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার পিসির সঙ্গে ব্যবহারের জন্য তারহীন স্পিকার এনেছে শাওমি। ব্লুটুথের মাধ্যমে পিসি বা ফোনের সঙ্গে স্পিকার দুটি স্টেরিও যুগল হিসেবে ব্যবহার করা যাবে। সাধারণ ব্লুটুথ অডিও প্রটোকল বা এসবিসি কোডেকের পাশাপাশি ম্যাক ও আইফোনের জন্য এএসি ও উচ্চমানের অডিওর জন্য অ্যাপ্ট-এক্স কোডেকও সমর্থন করবে।

স্পিকার দুটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ব্লক থেকে। স্পিকার থেকেই ভলিউম নিয়ন্ত্রণের পাশাপাশি কথা বলার জন্য মাইক্রোফোনও দেয়া হয়েছে।

তবে বেইসের অভাব দেখা যেতে পারে। কারণ সঙ্গে নেই আলাদা করে সাবউফার। যারা বেশি বেইসে গান শুনতে চান তাদের জন্য স্পিকারটি আদর্শ নয়। দুটি স্পিকারে আছে ২ইঞ্চি নিওডাইমিয়াম ড্রাইভার। দুটি মিলিয়ে শক্তি ১০ ওয়াট হতে পারে।

Techshohor Youtube

মূল্য ধরা হয়েছে ৩৯৯ ইউয়ান বা প্রায় ৫ হাজার টাকা।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন

vivo Y16 Project